বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলেক্ষে গতকাল ১১ই জুন বিকালে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা-দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সভাপত্বি করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডঃ সফিকুল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অনিসুর রহমান বক্তব্য রাখেন।
এ সময় পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতি হক সৌরভ, সাধারণ সম্পাদক ইমরান সরদার, সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল ও গোয়ালন্দ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ আবুল বাশার। মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করা হয়।