রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনকে গতকাল ১৬ই জুন সন্ধ্যায় বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়। এ পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনকে রাজবাড়ী থানার ওসি হিসেবে বদলী করা হয়েছে।