রাজবাড়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি কেউই মানছে না।
জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে সংশ্লিষ্ট প্রশাসন যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে রাজবাড়ী জেলায় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।
এ জেলায় ২০২০ সালের ৭ই এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত রাজবাড়ীতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৬৯ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৪হাজার ১৩০ জন। এছাড়াও মৃত্যুবরণ করেছে ৩৮ জন। গতকাল ১৬ই জুন বিকালে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘন্টায় র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৬১টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২০জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। এছাড়াও গত ১২ ও ১৩ই জুন আরটি পিসিআরের মাধ্যমে ১২৭ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকাতে পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তার মধ্যে ৩৮ জনের করোনা পজেটিভ। এই জেলাতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৬৯ জন। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২ হাজার ৪৪৮ জন, পাংশায় ৯১৫ জন, কালুখালীতে ২৭৬জন, বালিয়াকান্দিতে ৩৫১ জন ও গোয়ালন্দ উপজেলার ৩৭৯ জন। তার মধ্যে থেকে সুস্থ হয়েছে ৪হাজার ১৩০ জন।
এছাড়াও মৃত্যু হয়েছে ৩৮জনের। যার মধ্যে সদর উপজেলার ২২ জন, পাংশায় ৯ জন, কালুখালীতে ৩জন, বালিয়াকান্দিতে ২জন ও গোয়ালন্দ উপজেলার ২জন। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ১৯১জন এবং হাসপাতালে ভর্তি রয়েছে ১০ জন।