ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদরের খানখানাপুরে পুনঃ খননকৃত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করলেন এমপি কাজী কেরামত আলী
  • শিহাবুর রহমান
  • ২০২১-০৬-২১ ১৫:৪৩:৩০
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী গতকাল ২১শে জুন সদর উপজেলার খানখানাপুর সুরুজ মোহনী স্কুল এন্ড কলেজের পুনঃ খননকৃত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করেন -হেলাল মাহমুদ।

করোনা ভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত চাষীদের পুনর্বাসনের অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরুজ মোহনী স্কুল এন্ড কলেজের পুনঃ খননকৃত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ ও মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।

  গতকাল ২১শে জুন দুপুরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

  এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তার, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লাল, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির আলী মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, সরকার দেশের মাছ চাষীদের মধ্যে জলাশয় সংস্কারের মাধ্যমে মাছের পোনা দিয়ে তাদের একটা করে কর্মসংস্থানের যে নতুন ব্যবস্থা করেছে তা সত্যিই প্রংশসার দাবী রাখে।

  মৎস্য চাষীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যেন আরো ভালো ভালো কাজ আপনাদের জন্য করতে পারেন।

  উল্লেখ্য, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ