ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
রাজবাড়ীতে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৬-২২ ১৪:৪০:৩৯
রাজবাড়ী অফিসার্স ক্লাবে গতকাল ২২শে জুন সকালে জেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীদের স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বেগমান করার লক্ষে ৪০ জনকে ১দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

  গতকাল ২২শে জুন সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

  এতে ভার্চুয়াল অংশগ্রহণ করে প্রশিক্ষণের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ শরীফুল ইসলাম।

  প্রশিক্ষণে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের শিশু কনসালটেন্ট ডাঃ আব্দুস কুদ্দুস বক্তব্য রাখেন।

  এ সময় বক্তারা বাল্যবিবাহ, কৈশরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, স্বাস্থ্যবিধি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ম এবং জেন্ডার বিষয়ক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বেগমান করার উপর জোর দেন। 

  উল্লেখ্য, এসএসিএমও, এফডব্লিভি ও এফপিআইয়ের ৪০ জন মাঠ কর্মী দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

রাজবাড়ীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
চরলক্ষীপুরে থেমে থাকা পাট বোঝাই ট্রাককে গ্যাসবাহী ট্যাঙ্ক লরির ধাক্কা॥হেলপার নিহত
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজবাড়ীতে আ’লীগের আলোচনা সভা
সর্বশেষ সংবাদ