করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
গতকাল ২৮শে জুন জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খানগঞ্জ এবং দাদশী ইউনিয়নের ৫০টি মৃৎশিল্পী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রাপ্ত ত্রাণ সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী মধ্যে ছিল- প্রতি প্যাকেটে চাল, ডাল, চিনি, আলু, সেমাই ও তেল। এ সময় উপকারভোগী জনগণ এ সময় জেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসকের পক্ষে ত্রাণ সহায়তা বিতরণ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী এবং মোঃ জাহাঙ্গীর আলম বাবু। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।