রাজবাড়ী জেলার গোয়ালন্দে চলমান কঠোর লকডাউনের ফলে অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি’র কন্যা কানিজ ফাতেমা চৈতীর পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল ৩রা জুলাই দিনব্যাপী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পায়ে হেটে ৬৫০জন ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবারের পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ও দৌলতদিয়া ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম আশরাফ ও দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ আজিজুল ইসলাম মন্ডল ও ইমরান আহম্মেদ আকাশসহ প্রমূখ।
এ সময় জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্লা বলেন, এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতীর নিজ উদ্দ্যোগে প্রাথমিক ভাবে করোনায় অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় রান্না করা খাবারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।