ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী শহরের কম্পিউটার ব্যবসায়ী মুকুলের ইন্তেকাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-০৩ ১৫:৪৮:৩২

রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা কম্পিউটার ও সাইবার ব্যবসায়ী মনিরুজ্জামান মুকুল(৪৫) গতকাল ৩রা জুলাই দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। 

  পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মনিরুজ্জামান মুকুল মুকুল দীর্ঘদিন যাবত কিডনী, লিভার, ডায়াবেটিসসহ হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ২দিন যাবত তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। গতকাল ৩রা জুলাই ভোরে তার নিজ বাড়িতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় তাকে দ্রুত ফরিদপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসাপাতাল(ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে) নেয়া হলে দুপুর আনুমানিক ২.৫০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বাদ এশা নতুন বাজার মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে তাকে ১নং পৌর কবরস্থানে দাফন করা হয়। 

  তিন ভাই ও এক বোনের মধ্যে মুকুল ছিল সবার বড়। সে পাংশা উপজেলার ইউনিয়নের প্রাক্তন গ্রাম সরকার মৃত আব্দুল মাজেদের বড় ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ