ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
  • হেলাল মাহমুদ
  • ২০২১-০৭-০৩ ১৫:৫৪:৫৩

করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ্য থাকুন, অন্যকে সুস্থ্য রাখুন-এ শ্লোগানকে সামনে রেখে ‘লুৎফর রহমান ফাউন্ডেশন’ পাংশা-রাজবাড়ীর আয়োজনে ও দৈনিক মাতৃকণ্ঠের সহযোগিতায় গতকাল ৩রা জুলাই জেলার স্বাস্থ্য বিভাগ ও সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

  জানা গেছে, লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল ৩রা জুলাই সকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের কাছে এক কার্টুন পিপিই ও মাস্ক হস্তান্তর করেন দৈনিক মাতৃকণ্ঠে সম্পাদক এবং রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন। 

  এরপর দুপুরে দৈনিক মাতৃকণ্ঠ কার্যালয়ে থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে জেলা সদরে কর্মরত ৫০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে লুৎফর রহমান ফাউন্ডেশনের প্রদত্ত স্বাস্থ্য সুরক্ষা উপকরণ(পিপিই, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার) বিতরণ করেন দৈনিক মাতৃকণ্ঠে সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন।

  এছাড়াও করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ২৯শে জুন রাজবাড়ী জেলা সদরের পত্রিকা বিক্রেতা-হকার ও আলীপুর ইউনিয়নের জনসাধারণের মাঝে এবং গত ২রা জুলাই রোভার স্কাউট ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ‘লুৎফর রহমান ফাউন্ডেশন’ পক্ষ থেকে শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

  লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, রাজবাড়ী সদর উপজেলা ছাড়াও জেলার পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনা ভাইরাসের বিস্তার রোধে মাস্ক বিতরণসহ সন্মুখ সারিতে থাকা করোনা যোদ্ধা চিকিৎসক ও জনপ্রতিনিধিদের মধ্যে পিপিই বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়, মহামারি চলাকালে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।     

  উল্লেখ্য, বিগত কয়েক বছর যাবৎ রাজবাড়ী সদর উপজেলাসহ জেলার বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে লুৎফর রহমান ফাউন্ডেশন ও দৈনিক মাতৃকণ্ঠ একসঙ্গে কাজ করে যাচ্ছে।      

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ