ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ী জেলায় আজ থেকে করোনা ভ্যাকসিন দেয়া শুরু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-১২ ১৪:১৩:১৭

রাজবাড়ীতে আজ ১৩ই জুলাই থেকে চীনের সিনোফার্ম ও ভেরোসেল ভ্যাকসিনের গণটিকা দেওয়া শুরু হচ্ছে। 

  গতকাল ১২ই জুলাই বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন 

  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, বিদ্যমান সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় দেশব্যাপী শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সকল উপজেলায় ১৩ই জুলাই রাজবাড়ী সদর হাসপাতালসহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। বর্তমানে ৩৫ বছরের সকলেই করোনা টিকার জন্য আবেদন করতে পারতে। পরে এসএমএস প্রাপ্তির সাপেক্ষে টিকাগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে কিছু বিষয়ে লক্ষ রাখতে হবে। সেটা হলো-টিকা গ্রহণের পূর্বে অবশ্যই নিবন্ধন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে টিকা গ্রহনের জন্য এসএমএস প্রাপ্তি সাপেক্ষে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবেন। 

  কোনভাবেই কেন্দ্র পরিবর্তন করে টিকা গ্রহণ করা যাবে না। পূর্বে ১ম ডোজের এসএমএস পেয়েছেন, কিন্তু কোনও টিকার একটি ডোজও গ্রহণ করেননি, তারা উক্ত কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবেন। পূর্বে অন্য কোন কোভিড-১৯ ভ্যাক্সিন (যেমন- কোভিশিল্ড) গ্রহণ করে থাকলে তারা এই ভ্যাক্সিন গ্রহণ করতে পারবেন না। সৌদি আরব ও কুয়েত ব্যতীত অন্যান্য দেশের প্রবাসীরা নিবন্ধন পূর্বক এই সিনোফার্ম টিকা গ্রহণ করতে পারবেন। এছাড়াও সৌদি আরব ও কুয়েত প্রবাসীরা তাদের জন্য নির্ধারিত ফাইজার ভ্যাকসিন ঢাকার নির্ধারিত ৭টি সংরক্ষিত কেন্দ্র হতে টিকা গ্রহণ করবেন। সিনোফার্ম ভ্যাকসিনের ডোজ দুইটি। ১ম ডোজ গ্রহণের ২৮ দিন পর ২য় ডোজ গ্রহণ করতে হবে। করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হলে নেগেটিভ হওয়ার ২৮ দিন পর ভ্যাকসিন নিতে পারবেন। 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ