ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ীতে বিকাশের মাধ্যমে সদস্যদের সঞ্চয়ের টাকা ফেরত দিচ্ছে এনজিও ব্র্যাক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-১২ ১৪:১৬:২৩

করোনা মহামারিতে সদস্যদের কথা চিন্তা করে বিকাশের মাধ্যমে রাজবাড়ী জেলার সকল উপজেলার ব্রাকের শাখা অফিস থেকে সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। 

  তারই ধারাবাহিকতায় গত ১১ই জুলাই ৩১ জনের চাহিদা ও দুরস্থা বিবেচনা করে বিকাশের মাধ্যমে ২হাজার টাকা থেকে শুরু করে ১০ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। তাদের সর্বমোট ২ লক্ষ ৫৪ হাজার টাকা দেওয়া হয়। 

  সঞ্চয়ের টাকা ফেরত পেয়ে সদস্যরা বেশ খুশি। এই কঠিন মুহুর্তে সঞ্চয়ের টাকা ফেরত পেয়ে তাদের অনেক উপকারে আসবে বলে তারা জানান। কঠিন দুর্দিনে অফিস বন্ধ থাকা সত্বেও বিকাশের মাধ্যমে টাকার দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে এতে ব্র্যাকের সদস্যগণ সাধুবাদ জানিয়েছেন। 

  এদিকে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক(দাবি) সুশান্ত সরকার ও ব্র্যাক জেলা সমন্বয়ক রাজবাড়ী প্রনব কুমার রায় জানান যে, লকডাউন দীর্ঘ মেয়াদে চললে বিকাশের মাধ্যমে ব্র্যাকের সদস্যদের সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া অব্যাহত থাকবে।

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ