ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বালিয়াকান্দিতে প্রধানন্ত্রীর দেওয়া ঘর পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৭-১৪ ১৪:৫৬:৩৬
রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা গতকাল ১৪ই জুলাই সকালে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ও ইসলামপুর ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা ঘর পরিদর্শন করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা গতকাল ১৪ই জুলাই সকালে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ও ইসলামপুর ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা ঘর পরিদর্শন করেন।

  এ সময় তিনি ঘরের বর্তমান অবস্থা প্রত্যক্ষ করাসহ সুফলভোগীদের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক ও গাছের চারা বিতরণ করেন। 

  এ সময় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরীন সুলতানা, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ^াস, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খানসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা ঘর পরিদর্শনকালে সুফলভোগীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং খোঁজ-খবর নেন। বাড়ীর আঙ্গিনায় ফলের চারা, লাউগাছসহ সবজি চাষের পরামর্শ দেন। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ