ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী পৌরসভার ভবানীপুরে সকল অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ
  • শিহাবুর রহমান
  • ২০২১-০৭-১৬ ১৪:৩৮:৩৫
রাজবাড়ী পৌরসভার ভবানীপুর ৭নং ওয়ার্ডে গতকাল ১৬ই জুলাই বিকেলে বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে অসহায় বৃদ্ধার হাতে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন ঠিকাদার আবুল হাসেম সুজন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী পৌরসভার ভবানীপুর ৭নং ওয়ার্ডে যত অসহায় মানুষ রয়েছে তাদের সবার মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট ঠিকাদারী ব্যবসায়ী আবুল হাসেম সুজন।

  গতকাল ১৬ই জুলাই বিকেলে ভবানীপুর বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে একজন অসহায় বৃদ্ধার হাতে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন তিনি।

  এ সময় ক্বারী মাওলানা মোঃ ইউসুফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  আবুল হাসেম সুজন জানান, করোনার কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এছাড়াও সামনে ঈদুল আযহা। অসহায় মানুষ যাতে একটু ভালমতো ঈদ উদযাপন করতে পারে সেজন্য তিনি ৭নং ওয়ার্ডের সকল অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। 

তিনি আরো জানান, খাদ্র সামগ্রীর মধ্যে রয়েছে- ভাত ও পোলার চাল, ডাল, তেল, লবণ, চিনি, সেমাই, গুড়া দুধ, কিচমিচ, গরম মসলা, আলু, সাবান, ডির্টারজেন পাউডার ও মাস্ক।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ