ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ৬বছর পালিয়ে থাকা বাস চালক জালাল গ্রেপ্তার
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৭-২৪ ১৫:৫১:২১

বেপরায়া বাস চালানোর কারণে দুই জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী বাস চালক জালাল (৪০)কে দীর্ঘ ৬বছর পর গ্রেপ্তার করেছে রাজবাড়ী থানা পুলিশ। 

  গতকাল ২৪শে জুলাই বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জালাল রাজবাড়ী বরাট ইউপির নয়নসুখ গ্রামের চেনির উদ্দিনের ছেলে। 

  রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই হিরণ কুমার বিশ্বাস ও অনুপ কুমার সরকার অভিযান চালিয়ে ৬বছর পর পলাতক বাস চালক জালালকে গ্রেপ্তার করেছে। বাস চালক জালাল গত ২৪/০৯/২০১৫ তারিখে সন্ধ্যায় রংপুর-বগুড়া মহাসড়কের পীরগাছা থানা এলাকার রাউতপুরে বেপরোয়া ভাবে আলম পরিবহণের বাস চালানোর কারণে ২জনের মৃত্যুর ঘটনা ঘটে। পরে সড়ক দুর্ঘটনায় নিহত দিলবাহারের ভাই বাদী হয়ে পীরগাছি থানায় বাস চালকের বিরুদ্ধে মামলা করে। মামলার নং-৩৭৩/২০১৫। সেই মামলায় দীর্ঘ ৬ বছর পর পলাতক আসামী বাস চালক জালালকে গতকাল ২৪শে জুলাই রাজবাড়ী থানা পুলিশ গ্রেপ্তার করেছে।   

নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে রাজবাড়ীর পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ