ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
আর্কাইভ থেকে নেওয়া ঃ বিএনএফ চেয়ারম্যান জাহানারা বেগমসহ ৪ নেতা এখন শুধুই স্মৃতি-
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-২৫ ১৫:৪৫:৪১

দশম জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন পূর্বে গঠিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে। রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য খন্দকার সদরুল আমিন হাবিবকে সভাপতি করে ঘোষণা করা হয় বিএনএফ-এর জেলা কমিটি। ২০১৩ সালের ১৮ই জুন রাত ১০টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ তার বাসভবন থেকে দৈনিক মাতৃকণ্ঠকে বিশেষ সাক্ষাৎকার দেন। এ সময় সেখানে রাজবাড়ী জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট এম.এ খালেক, জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ সহিদ উদ্দিন আহমেদ পনু, জেলা বিএনপির সহ-সভাপতি সিনিয়র এডভোকেট হাবিব হেনা, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মঞ্জুর আহম্মেদ ও জেলা বিএনপির সদস্য নইম ফকীর উপস্থিত ছিলেন। এই ছবিতে থাকা ৬জনের মধ্যে ৪জন ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। তারা হলেন ছবিতে ডান থেকে যথাক্রমে- গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মঞ্জুর আহম্মেদ ২০১৮ সালের ২৫শে জানুয়ারী, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডঃ এম এ খালেক ২০২০ সালের ২৯শে আগস্ট, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম চলতি ২০২১ সালের ২৪শে জুলাই এবং জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ সহিদ উদ্দিন আহমেদ পনু ২০১৭ সালের ৭ই ডিসেম্বর ইন্তেকাল করেন। উল্লেখ্য, ২০০৮ সালে অধ্যাপিকা জাহানারা বেগম বিএনপি থেকে পদত্যাগের পর কর্ণেল(অবঃ) অলি আহমেদের সাথে এলডিপি গঠন করেন। পরে তিনি এলডিপি থেকে বের হয়ে আসেন। এরপর সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বিএনএফ নামক রাজনৈতিক দল গঠন করলে তিনি তাতে কো-কনভেনর হিসেবে যোগ দেন এবং ব্যারিস্টার নাজমুল হুদা সরে গেলে তিনি বিএনএফ’র চেয়ারম্যান নির্বাচিত হন। এই সাক্ষাৎকার দেওয়ার ২দিন আগে অধ্যাপিকা জাহানারা বেগমের বাড়ির সম্মুখে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ধানের শীষের ছবিযুক্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট(বিএনএফ) রাজবাড়ী জেলা কার্যালয়ের ডিজিটাল সাইন বোর্ড স্থাপন করা হয়। ওই সময়ে জেলার রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়   -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ