ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
কালুখালীতে অভিনব কায়দায় মোটর সাইকেলে করে ছাগল চুরি॥মামলার ২ঘন্টার মধ্যে ছাগল উদ্ধার॥১জন গ্রেপ্তার
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-০৭-২৬ ১৪:০৩:১২
কালুখালী থানায় মামলা দায়ের করার ২ঘন্টার মধ্যে পুলিশ ছাগল চুরির সাথে জড়িত জহিরুল ইসলামকে গ্রেফতার করাসহ ছাগল উদ্ধার এবং ছাগল বহনে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী থানায় মামলা দায়ের করার ২ঘন্টার মধ্যে চুরি যাওয়া ছাগল উদ্ধার করেছে পুলিশ। 

  সেই সাথে অভিনব কায়দায় মোটর সাইকেলে করে ছাগল চুরির সাথে জড়িত জহিরুল ইসলাম (৩০)কে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জহিরুল বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের আশরাফ বিশ্বাসের ছেলে। 

  কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান বলেন, গত ২৫শে জুলাই কালুখালী থানায় মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের নাদের মোল্লার একটি ছাগল মোটর সাইকেল করে  চুরি করে নিয়ে  গেছে বলে থানায় অভিযোগ করেন। এ প্রেক্ষিতে থানায় মামলা নং-০৬, তাং-২৫/০৭/২০২১ইং রুজুর দুই ঘন্টার মধ্যেই  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুজ্জামান অভিযান চালিয়ে মদাপুর ইউনিয়নের শিবানন্দপুর জহিরুল ইসলামকে চুরি করা ছাগলসহ গ্রেফতার করাসহ ছাগল চুরির কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়। এই ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান। 

  গতকাল ২৬শে জুলাই উদ্ধারকৃত আলামতসহ আসামীকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ