প্রাণঘাতী কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী গণটিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত রাখতে গতকাল ২৬শে জুলাই দুপুরে চীনের সিনোফার্মের আরো ১৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন রাজবাড়ীতে এসে পৌছেছে। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন তার কার্যালয়ে বেক্সিমকো ফার্মার প্রতিনিধি নিকট থেকে ফ্রিজার গাড়িতে আসা সিনোফার্মের ১৬ হাজার ডোজ টিকা গ্রহণ করেন। এর আগে গত ৯ই জুলাই চীনের সিনোফার্মের ১৬ হাজার ডোজ ভ্যাকসিন রাজবাড়ীতে আসে। বর্তমানে রাজবাড়ী জেলায় গণটিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে।