ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ীতে বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ১২জনের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-২৭ ১৪:১৬:৪৬
ঈদ পরবর্তী কঠোর লকডাউনের ৫ম দিনে গতকাল মঙ্গলবার রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় ১২জনকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত -মাতৃকণ্ঠ।

ঈদ পরবর্তী কঠোর লকডাউনের ৫ম দিনে গতকাল মঙ্গলবার রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় ১২জনকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  

  গতকাল ২৭শে জুলাই রাজবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। 

  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ শহরের বড় বাজার, বড়পুল, শ্রীপুর, গোয়ালন্দ মোড়, খানখানাপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সরকারী বিধি-নিষেধ অমান্য করায় ৫টি মামলায় সর্বমোট ৩ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়। 

  এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদার নেতৃত্বে রাজবাড়ী শহরের বড় বাজার, রেলগেট, ধুনচি, গোদার বাজার ও শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময়  সরকারী বিধি-নিষেধ অমান্য করায় ৭টি মামলায় ৩ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক ও রাজবাড়ী সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ