ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের কাজ শেষ না হতেই কয়েক দফা ব্লক ধসে-ঝুঁকিতে বাঁধ
  • সোহেল মিয়া
  • ২০২১-০৭-২৮ ১৪:২২:৪৭

ধীরগতিতে চলমান পদ্মা নদী ভাঙন ঠেকাতে ৩৭৬ কোটি ব্যয়ে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের কাজ শেষ হতে না হতেই কয়েক দফা ভাঙন দেখা দিয়েছে। 

  স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে- ত্রুটিপূর্ণ নকশার কারণে এমন ঘটনা ঘটছে। তবে আর যাতে ভাঙন না হয় সে বিষয়ে দ্রুত কাজ চলছে। অন্যদিকে স্থানীয়দের দাবী- শহর রক্ষা প্রকল্পে নদী শাসনে নিম্নমানের নামসর্বস্ব কাজ হওয়াতে বার বার ভাঙছে।

  গত ২৭শে জুলাই সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার এলাকার এনজিএল ইট ভাটার কাছে প্রায় ১৮০ থেকে ২০০ মিটার নদীর তীর সংরক্ষণ এলাকার ব্লক ধসে ভাঙন দেখা দিয়েছে। এর আগে ১৬ই জুলাই গোদার বাজার চর সিলিমপুর এলাকার নদীর তীর এলাকার প্রকল্পের স্থানের কাজ শেষের দুই মাস না যেতেই প্রায় ২০মিটার অংশের ব্লকে ধসে যায়। পরে ব্লক ও জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করে পানি উন্নয়ন বোর্ড।

  তবে এই ভাঙন যে ভাবেই হোক প্রতিরোধ করে রক্ষা করা হবে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ- এমনটাই বলেছেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। 

  গতকাল ২৮শে জুলাই বিকালে নদী ভাঙন এলাকা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর(পশ্চিমাঞ্চলের) প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম ও রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ।

  পরিদর্শনে এসে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আমি সার্বক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ রাখছি। এখানে যে সিসি ব্লক ভেঙেছে তা দ্রুত মেরামতের কাজ চলছে এবং আমি পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলীর সাথে কথা বলেছি। আমরা আশা করছি এই ভাঙন প্রতিরোধ করেই রোধ করা হবে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ। কারণ এখানে আধুনিক প্রযুক্তির টিউব ব্যাগ ফেলানো হচ্ছে।

  সরেজমিনে গিয়ে দেখা যায়, গোদার বাজার ইট ভাটার পাশের সিসি ব্লকের প্রায় ১৮০-২০০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পদ্মা নদীর শহর রক্ষা বাঁধের দ্বিতীয় পর্যায়ের কাজ চলমান থাকা কালীন এই ভাঙন শুরু হয়। আর এই ভাঙনের ১৫-২০ মিটার দূরেই রাজবাড়ী শহর রক্ষা বাঁধ। এই শহর রক্ষা বাঁধটি এখন হুমকির মুখে রয়েছে। 

  রাজবাড়ী শহর রক্ষা বাঁধটি ঝুঁকিমুক্ত রাখতে গতকাল বুধবার সকাল থেকেই কাজ করে যাচ্ছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড। ভাঙন রোধ করতে দ্রুত গতিতে সিসি ব্লক ও বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এরই মধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর আহাদ। 

  এছাড়াও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী, পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাইমি মোঃ সায়েফসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ভাঙন এলাকা পরিদর্শন করেন।

  পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাঙন রোধে ২০১৮ সালের জুন মাসে রাজবাড়ীর পদ্মা নদীর শহর রক্ষা বাঁধের ডান তীর সংরক্ষণ কাজ(দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় রাজবাড়ী সদর উপজেলার বরাটে তিন ও মিজানপুরে দেড় কিলোমিটারসহ সাড়ে চার কিলোমিটার এবং ২০১৯ এর জুলাইয়ে শুরু হওয়া(প্রথম সংশোধিত) শহর রক্ষা বাঁধের গোদার বাজার অংশের আড়াই কিলোমিটারসহ মোট ৭কিলোমিটার এলাকায় ৪৫২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হয়। 

  এতে দ্বিতীয় পর্যায়ের সাড়ে ৪ কিলোমিটারে ৩৭৬ কোটি ও প্রথম সংশোধিত ১৫২৭ মিটারে ৭৬ কোটি টাকা ব্যয় ধরা হয়। প্রকল্পের জন্য ৮.৩ কিলোমিটার অংশে ৪৯ লক্ষ ঘনমিটার ড্রেজিং করা হয়েছে।

  নদীর তীরের স্থানীয় বাসিন্দরা বলেন, প্রতি বছরই আমরা নদী ভাঙনের শিকার হই। বর্তমান সরকার যখন ৩৭৬ কোটি টাকা ভাঙন রোধে বরাদ্দ দিল, তখন আমরা আশায় বুক বেঁধেছিলাম। কারণ সিসি ব্লক ফেললে অনেক বছর সুরক্ষিত থাকা যায়। কিন্তু নিম্নমানের কাজ হওয়াতে সেই সিসি ব্লকও নদীতে ভেঙে যাচ্ছে। 

  রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ এনজিএল ইট ভাটা এলাকায় ১৮০-২০০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়। খবর পেয়ে আমি সাথে সাথেই ঘটনা স্থল পরিদর্শন করি এবং তাৎক্ষণিক সেখানে বালু ভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলানোর ব্যবস্থা করি।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ