ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কঠোর লকডাউনের ৭ম দিনে রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৭জনের অর্থ জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-২৯ ১৪:৫৬:১৯

কঠোর লকডাউনের সপ্তম দিনে রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ৭ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

  গতকাল ২৯শে জুলাই রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। 

  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ কর্তৃক রাজবাড়ী সদর উপজেলার রেলগেট, রাজবাড়ী বাজার, গোদার বাজার, উড়াকান্দা, বড়পুল, মুরগির ফার্ম, নতুন বাজার ও মাটিপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে ৪জন ব্যক্তিকে ৪হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। 

  অপর অভিযান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা নেতৃত্বে রাজবাড়ী সদরের গোয়ালন্দ মোড়, শ্রীপুর, আহলাদিপুর, বড় বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ৩টি মামলায় মোট ৫হাজার টাকা জরিমানা করা হয়।

  অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক, রাজবাড়ী পুলিশ লাইন্সের একটি টিম ও পেশকার সুদীপ বিশ্বাস সহযোগিতা করেন।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ