ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে স্কুল ছাত্রীকে গণধর্ষণ মামলার দুই আসামীর দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • হেলাল মামহমুদ
  • ২০২০-০৬-১৪ ২০:৫৫:৫৮
রাজবাড়ী সদর থানার পুলিশ কর্তৃক গত ১২ই জুন রাতে গ্রেফতারকৃত গণধর্ষণ মামলার আসামী রামকান্তপুর গ্রামের আমিন ফকির ও বিপুল মিয়াকে ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের ৮ম শ্রেণীর স্কুল ছাত্রী (১৩)কে গণধর্ষণের মামলায় গ্রেফতারকৃত দুই আসামীর ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। 
  গত ১৩ই জুন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম আদালতে তাদের সোপর্দ করে রিমান্ডের আবেদন করেন। আসামীরা হলো ঃ রামকান্তপুর চরপাড়া গ্রামের করম আলী ফকিরের ছেলে আল আমিন ফকির(১৮) ও একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে বিপুল মিয়া(১৮)। 
  এছাড়াও তদন্তকারী কর্মকর্তা মামলার ভিকটিম স্কুল ছাত্রীকে একই আদালতে হাজির করার পর সে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লাবনী আক্তারের কাছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দী প্রদান করেছে। 
  সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জবানবন্দীতে ভিকটিম স্কুল ছাত্রী তাকে গণধর্ষণের এবং গণধর্ষণের দৃশ্য একাধিক মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টাসহ ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করেছে। 
  মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, গতকাল ১৪ই জুন আদালতে সোপর্দকৃত দুই আসামীর রিমান্ডের আবেদনের শুনানী শেষে বিজ্ঞ আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ ১৫ই জুন তাদেরকে জেল হাজত থেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।   
  উল্লেখ্য, ধর্ষণের শিকার ছাত্রী রাজবাড়ীর আল গাজ্জালী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। তার পিতা ট্রাকের হেলপার। ইতিপূর্বে স্কুলে আসা-যাওয়ার পথে বখাটে আল আমিন ফকির ও তার সহযোগীরা তাকে উত্যক্ত করলে সে বাবা-মা’কে বিষয়টি জানায়। ওই ছাত্রীর পিতা বখাটেদের অভিভাবকদের বিষয়টি জানালে তারা ক্ষুদ্ধ হয়। গত ৭ই জুন রাত সাড়ে ৮টার দিকে ওই স্কুল ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ঘরের বাইরে বের হলে ওৎ পেতে থাকা আল আমিন ফকির তাকে ফুঁসলিয়ে পার্শ্ববর্তী করম আলী ফকিরের (আল আমিনের বাবার) আম বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে আগে থেকেই বিপুলসহ অন্যরা অপেক্ষমান ছিল। সেখানে নেয়ার পর আল আমিন ও বিপুল তাকে পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে এবং অন্যান্যরা তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। এছাড়া তাকে ধর্ষণের সময় তা একাধিক মোবাইল ফোনে ভিডিও করে রাখে এবং তা দেখিয়ে প্রকাশ করে, প্রতিদিন রাতে তাদের সাথে মেলামেশা না করলে ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে। এদিকে বাড়ীর লোকজন মেয়েটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই আম বাগানের মধ্য থেকে অর্ধ-উলঙ্গ ও বিধ্বস্ত অবস্থায় তাকে উদ্ধার করে। ঘটনার সময় মেয়েটির ট্রাক চালক পিতা বাড়ীতে ছিল না। খবর পেয়ে সে বাড়ীতে এসে ১১ই জুন রাতে রাজবাড়ী থানায় ১টি মামলা দায়ের করে। মামলা নং-৯, নারী ও শিশু নির্যাতন দমন আইর-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩)/১০/৩০ এবং পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(১)/৮(২)। মামলায় গ্রেফতারকৃত আল আমিন ফকির ও বিপুল মিয়ার পাশাপাশি একই গ্রামের (রামকান্তপুর চরপাড়া) আবু বক্কর মিয়ার ছেলে আশরাফুল মিয়া (১৮), মোকছেদ মিয়ার ছেলে আছির উদ্দিন মিয়া (২৩), গেঁদু মিয়ার ছেলে সাইদুল মিয়া (১৮), কামাল মিয়ার ছেলে জনি মিয়া (১৮) এবং আনোয়ার ফকির ওরফে আনু’র ছেলে তারেক ফকির (২২)আঃ সাত্তার মোল্লার ছেলে শিমুল মোল্লা (২০)সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে গত ১২ই জুন রাতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে মূল অভিযুক্ত আল আমিন ফকির ও বিপুল মিয়াকে গ্রেফতার করে।    

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ