ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
রাজবাড়ীতে অর্ধ শতাধিক অসহায় পরিবারে মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-০১ ১৪:৪৫:৩৩
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১লা আগস্ট দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অর্ধশতাধিক সহায় সম্বলহীন পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার অর্ধশতাধিক সহায় সম্বলহীন পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 

  গতকাল ১লা আগস্ট দুপুরে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।

  সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাইমি মোঃ সায়েফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ প্রমুখ। 

  এ সময় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উপস্থাপনা করেন উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক।  

  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, এই করোনা মহামারিতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যাদের কাজ নেই তারা যেন কোনভাবেই না খেয়ে থাকে তার জন্য প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রীসহ নানা ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে। আপনাদের কাজকে যে টিন দেওয়া হচ্ছে এটা অনেকেই বিক্রি করে। তবে আমি বলবো এটা আপনারা করবেন না। এটা যদি কেই করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  আলোচনা সভা শেষে অতিথিরা অসহায় অর্ধশতাধিক মানুষের প্রত্যেককে ১বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩হাজার টাকা প্রদান করেন।

আওয়ামী লীগ ১৭ বছর হিন্দুদের নিরাপত্তা দিতে পারে নাই ঃ খৈয়ম
রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ শহীদ মুগ্ধ অঞ্চলের ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র
রাজবাড়ীতে ১২০ টাকায় আবেদন করে যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেল ১৫জন
সর্বশেষ সংবাদ