ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদর উপজেলার ৬টি সড়কের চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে এমপি’র তাগিদ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-০৪ ১৪:৩৪:২৩
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ৪ই আগস্ট দুপুরে রাজবাড়ী এলজিইডি কার্যালয়ে মতবিনিময়কালে সদর উপজেলার গুরুত্বপূর্ণ ৬টি সড়কে ধীরগতিতে চলমান উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে তাগিদ দেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার গুরুত্বপূর্ণ ৬টি সড়কে ধীরগতিতে চলমান উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে তাগিদ দিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। 

  গতকাল ৪ই আগস্ট দুপুরে রাজবাড়ী এলজিইডি কার্যালয়ে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস, সদর উপজেলা প্রকৌশলীসহ এবং ঠিকাদারদের সাথে মতবিনিময়কালে এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন।

  ধীরগতিতে উন্নয়ন কাজ চলমান সড়ক গুলো হচ্ছে ঃ বেলগাছি জিসি-গান্ধিমারার আরএন্ডএইচ সড়ক, খানাখানাপুর জিসি-ফেলুর দোকান আরএন্ডএইচ ভায়া গালর্স স্কুল সড়ক, আলীপুর ইউপি থেকে বাগমারা হাট ভায়া মাটিপাড়া সড়ক, ফেলুর দোকান আরএন্ডএইচ-কুটিরহাট জিসি সড়ক, কোলারহাট জিসি-জামালপুর জিসি সড়ক, কামালদিয়া আরএন্ডএইচ-পাঁচুরিয়া ইউপি ভায়া আলীপুর হাট সড়ক। 

  উল্লেখিত সড়কগুলোর উন্নয়ন কাজ ধীরগতিতে চলায় জনসাধরণের দুর্ভোগ সৃষ্টি হওয়ায় সংসদ সদস্য এ ব্যাপারে মতবিনিময় করতে রাজবাড়ী এলজিইডি’তে যান।   

  এ সময় উপস্থিত ঠিকাদারগণ ধীরগতিতে কাজের ব্যাপারে লকডাউন ও করোনা ভাইরাসের কারণে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করবেন বলে জানান। 

  মতবিনিময়কালে রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মামুন বিশ^াস ও সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম রব্বানীসহ সংশ্লিষ্ট সড়কের কাজের ঠিকাদাররা উপস্থিত ছিলেন। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ