ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সদর হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু॥৪হাজার ২৫১ লিটার লিকুইড অক্সিজেন সরবরাহ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-০৭ ১৪:২১:৫৬
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গত ৬ই আগস্ট রাত সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে ৪হাজার ২৫১ লিটার লিকুইড অক্সিজেন সরবরাহ করেছে স্পেকট্রা ইন্টারন্যাশনাল অক্সিজেন লিমিটেড -মাতৃকণ্ঠ।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে লিকুইড অক্সিজেন সরবরাহ করেছে স্পেকট্রা ইন্টারন্যাশনাল অক্সিজেন লিমিটেড।

  গত ৬ই আগস্ট রাত সাড়ে ১১টায় স্পেকট্রা ইন্টারন্যাশনাল অক্সিজেন লিমিটেডের একটি লরিতে করে অক্সিজেন হাসপাতালে এসে পৌঁছায়। তারপর সদর হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে লিকুইড ৪হাজার ২৫১ লিটার অক্সিজেন স্থানান্তর করা হয়। 

  সংশ্লিষ্ট সূত্র জানায়, কোভিড-১৯ পজিটিভ রোগীদের সুচিকিৎসা প্রদানের জন্য রাজবাড়ী জেলার সদর হাসপাতাল ক্যাম্পাসে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নির্মাণ শেষে গত ৬ই জুন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে গত ১লা জুলাই রাজবাড়ী জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে স্পেকট্রা ইন্টারন্যাশনাল অক্সিজেন লিমিটেডের চুক্তি স্বাক্ষর হয়। 

  চুক্তি স্বাক্ষরের পরেও স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিকুইড অক্সিজেন সরবরাহে বিলম্ব করায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ^াস অক্সিজেন স্পেকট্রা অক্সিজেন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরে এবং সর্বশেষ গত ২৮শে জুলাই জেলা প্রশাসক দিলসাদ বেগম সেন্টাল অক্সিজেন প্লান্টে লিকুইড অক্সিজেন সরবরাহের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিবকে পত্র প্রদান করেন। 

  অবশেষে রাজবাড়ীবাসীর প্রতীক্ষিত লিকুইড ৪হাজার ২৫১লিটার অক্সিজেন রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে গত ৬ই আগস্ট রাত সাড়ে ১১টায় সরবরাহ করা হয়।

  হাসপাতাল সূত্র জানায়, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ১১৯টি শয্যার সাথে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের লাইন স্থাপন করা হয়েছে। গতকাল ৭ই জুলাই সকাল সাড়ে ১০টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ^াসের উপস্থিতিতে করোনা সার্জারী ওয়ার্ডের ১৪টি শয্যায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ চালু করা হয়েছে।          

  এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, আমরা যে অক্সিজেন পেয়েছি সেটা দিয়ে প্রায় ২মাস চলতে পারবো। এতে করোনা রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেনের কোন সমস্যা হবে না। 

  তিনি আরো বলেন, হাসপাতালের শয্যায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ছাড়াও সিলিন্ডার থেকে অক্সিজেন শেষ হয়ে গেলেও অক্সিজেন প্লান্ট থেকে সেই সিলিন্ডারেও অক্সিজেন ভর্তি করা যাবে। 

  উল্লেখ্য, করোনার প্রথম ঢেউ চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গত বছরের ২৫শে নভেম্বর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে দেশের বিভিন্ন স্থানের ১৩টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের জন্য ৪৩ কোটি ৪২ লক্ষ ২৯ হাজার ৯৩৬ টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ৩ কোটি ২৬ লক্ষ ৮১ হাজার ৯৩২ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়।  

  রাজবাড়ী জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু হওয়ায় করোনা আক্রান্ত তীব্র শ্বাসকষ্টযুক্ত রোগীরা সুচিকিৎসা পাবে।        

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ