রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে গতকাল ৭ই আগস্ট সকাল ৯টায় থেকে ১হাজার ৮শত জনকে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে।
সকাল ১০টায় রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী পৌরসভার আরএসকে ইনস্টিটিউটে করোনা টিকা কার্যক্রমের পরিদর্শন করেন।
এছাড়াও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলার নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদত হোসেন, পৌরসভার সচিব মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার নুহাত সুলাতানা, সকাল থেকে শহরের ৯টি ওয়ার্ডের করোনা ভাইরাসের টিকা কেন্দ্রে পরিদর্শন করেন।
এ সময় স্ব-স্ব ওয়ার্ডের কেন্দ্রে উপস্থিত থেকে ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রব বিশ্বাস, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ আল মামুন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন আহমেদ সুজন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মোঃ হাসান, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাতাব উদ্দিন তৌহিদ, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর নির্মল কৃষ্ণ চক্রবর্তী, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহির রাজ, ৮নং ওযার্ডের কাউন্সিলর মোঃ মাহাবুরর রহমান পলাশ, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম, সংরক্ষিত ১,২,৩ নং মহিলা আসনের কাউন্সিলর মিসেস ফারজানা আলম, ৪,৫,৬ নং ওয়ার্ডের মমতাজ বেগম এবং ৭,৮,৯ নং ওয়ার্ডের মোছাঃ মরিয়ম কাজী করোন টিকা নেওয়ার জন্য মানুষকে উৎসাহ প্রদান করেন।