ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
করোনায় আক্রান্ত রাজবাড়ী জেলা আ’লীগের প্রবীণ নেতা আব্দুস সাত্তার ঢাকায় চিকিৎসাধীন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-০৮ ১৫:৩৬:২৯

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রবীণ সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার(৮০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
  প্রবীণ এ নেতার করোনা মুক্তি ও সুস্থ্যতার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সকলের কাছে দোয়া কামনা করেছেন।   
  জানা গেছে, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রবীণ সহ-সভাপতি ও শহরের বেড়াডাঙ্গা ২নং সড়কের বাসিন্দা রাজবাড়ী বুক ডিপোর মালিক মোঃ আব্দুস সাত্তারের করোনার উপসর্গ থাকায় গত ২৭শে জুলাই রাজবাড়ী হাসপাতালে নমুনা প্রদান করেন। গত ২৯শে জুলাই আরটি পিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হলে তিনি কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হন।
  তার পুত্র মোঃ জাহিদুল হক পাবলো জানায়, করোনায় আক্রান্তের পর থেকে তার পিতা হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২রা আগস্ট দুপুরে তাকে ঢাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে ওইদিন রাত ৯টায় তাকে মহাখালীতে ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন।
  তিনি আরো বলেন, আমার বাবার শ্বাসকষ্ট, কাশি, ডায়াবেটিক ও হার্টের সমস্যা রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে তিনি দোয়া চান।

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
রাজবাড়ীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ