ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৮-০৮ ১৫:৩৮:৪৬

রাজবাড়ীতে নানা আয়োজনে গতকাল ৮ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
  এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
  জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনে সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
  এছাড়াও বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূর্বণা রানী সাহা ও গোয়েন্দা সংস্থার এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
  রাজবাড়ী-১ আসনে সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মহান নেতা হয়েছেন সেটা তার সহধর্মিনীর জন্যই সম্ভব হয়েছিলো। তিনি তাকে সকল কাজে বুদ্ধি, সাহায্য ও সহযোগিতা দিয়ে গেছেন। তিনি সকল আন্দোলনে বঙ্গবন্ধুর পাশে থেকেছে।
  আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল মোহাম্মদ সিরাজুম মুনির দোয়া মাহফিল পরিচালনা করেন।
  দোয়া মাহফিল শেষে অতিথিরা অসহায় দুঃস্থ ৩৫ জন নারীর হাতে সেলাই মেশিন হাতে তুলে দেন। এছাড়াও ৩০ জন নারীর মোবাইল নাম্বারে নগদের মাধ্যমে ২হাজার করে টাকা প্রদান করা হয়।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ