ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী জেলা আ’লীগের উদ্যোগে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী পালিত
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৮-০৮ ১৫:৩৯:৪৪

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ৮ই আগস্ট বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ন চৌধুরী’র সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সাম্পাদকা কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন ও জেলা আওয়ামী লীগের সদস্য সদস্য আব্দুল সালাম মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন।
  সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বঙ্গবন্ধু সব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদানকারী ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে অফুরান্ত প্রেরণার উৎস হয়ে ছিলেন। বঙ্গবন্ধু যখন দীর্ঘদিন পাকিস্তানি শাসকদের হাতে বন্দি হয়ে জীবনযাপন করছিলেন তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ফজিলাতুন্নেছা মুজিবের কাছে ছুটে আসতেন বঙ্গবন্ধুর নির্দেশনা জানতে। তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিকনির্দেশনা পৌঁছে দিতেন। লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগাতেন।
  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম আন্দোলনের জন্য আজকে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। তার পিছনে থেকে যে অনুপ্রেরণা যুগিয়েছে সুখ দুঃখে যিনি অংশীদার ছিলেন তিনি আমাদের বঙ্গমাতা। বঙ্গমাতার জীবনকে অনুসরণ করে আমরা চলবো। এই করোনা মহামারিতে আমরা সবাই অসহায় মানুষের সাথে আছি-থাকবো। দুস্থ-অসহায় মানুষের যে কোন সমস্যায় তাদের পাশে দাঁড়াবো।
  আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আটাশ কোলনী জামে মসজিদের ইমাম মোঃ সেলিম দেওয়ান।
  দোয়া মাহফিল শেষে নেতৃত্ব জনগণের মাঝে গাছের চারা বিতরণ করেন।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ