ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
রাজবাড়ী সদরের বেলগাছীতে নারকেল গাছ থেকে পড়ে ভ্যান চালক তুফানের মৃত্যু
  • হেলাল মাহমুদ
  • ২০২০-০৬-১৫ ২০:১৪:২৩
রাজবাড়ী সদর উপজেলার বেলগাছী রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি বাড়ীর গাছ থেকে গতকাল ১৫ই জুন নারকেল পাড়তে গিয়ে পড়ে ভ্যান চালক মোকছেদ আলী ওরফে তুফান নিহত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি বাড়ীর গাছ থেকে নারকেল পাড়তে গিয়ে পড়ে মোকছেদ আলী ওরফে তুফান(৪৩) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
  গতকাল ১৫ই জুন সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকছেদ আলী রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মুরারীখোলা গ্রামের ওসমান আলীর ছেলে। 
  জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে মোকছেদ স্থানীয় বেলগাছী বাজার থেকে ভ্যানযোগে খড়ি(জ্বালানী কাঠ) নিয়ে বাজার সংলগ্ন বিশু দাসের বাড়ীতে যায়। এরপর ওই বাড়ীর একটি নারকেল গাছ থেকে নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার হোসেন তকদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ