ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোটের উদ্যোগে মানববন্ধন
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০৮-১৩ ১৫:০৭:৪৮
দেশের বিভিন্ন স্থানে হিন্দু পরিবারের উপর হামলা, প্রতিমা ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোটের উদ্যোগে গতকাল ১৩ই আগস্ট সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

দেশের বিভিন্ন স্থানে হিন্দু পরিবারের উপর হামলা, প্রতিমা ভাংচুর ও সাভারের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে অপহরণ করে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোটের উদ্যোগে গতকাল ১৩ই আগস্ট সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

  মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি এডঃ অশোক কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক বাসুদেব প্রামাণিক। 

  এ সময় উপস্থিত ছিলেন তপন কুমার দাস, ডাঃ উজ্জল কুমার মন্ডল, বিপুল কুমার রায়, স্বরূপ বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, রাজন দেবনাথ, ইন্দ্রজিৎ দাস, অস্তি হালদার, বিশ্বজিৎ হালদার, আকাশ হালদার, রিপন বিশ্বাস ও সূর্য কুমার সিকদার প্রমুখ।

  বক্তাগণ, খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে অর্ধশতাধিক হিন্দু পরিবারে হামলা, প্রতিমা ভাংচুর, দোকানপাট, ঘরবাড়ি ভাংচুর ও ঢাকা সাভারের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে অপহরণ করে হত্যার ঘটনার দ্রুত বিচারের দাবী করেন। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ