ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে নতুন আরো ৭৩জনের করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-১৩ ১৫:১০:৩৪

রাজবাড়ী জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮ শত ৩১ জন। 

  গতকাল ১৩ই আগস্ট রাতে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, গত ৯ ও ১০ই আগস্ট আরটি পিসিআরের ২৯০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তার মধ্যে ৭৩ জনের করোনা পজিটিভ। 

  গত ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে গতকাল শুক্রবার পর্যন্ত এ জেলাতে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮ শত ৩১ জন । তার মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩ শত ২৬ জন। মৃত্যু হয়েছে ৭৮ জনের। 

  করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ১ হাজার ৩শত ৯৪ জন। হাসপাতালে ভর্তি আছে ৪১ জন।

  উল্লেখ্য, করোনা শুরু থেকে গত ১২ই আগস্ট পর্যন্ত ৩৫ হাজার ৮ শত ৬৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে আরটি পিসিআরে ২৫ হাজার ৪ শত ৮৬ জনের এবং আর র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১০ হাজার ৩ শত ৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৯ হাজার ৮ শত ৩১ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ