ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
রাজবাড়ীতে জাতীয় পার্টির নেতা সাত্তারের মৃত্যুতে দোয়া মাহফিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-১৪ ১৪:৩৮:১৮
রাজবাড়ী সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল ১৪ই আগস্ট দলীয় কার্যালয়ে জেলা কৃষক পার্টির সভাপতি আঃ ছাত্তার জোয়াদ্দারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল ১৪ই আগস্ট দুপুর ২টায় সংগঠনের জেলা কার্যালয়ে কেন্দ্রীয় কৃষক পার্টির সদস্য, জেলা জাতীয় পার্টির কৃষি বিষয়ক সম্পাদক, জেলা কৃষক পার্টির সভাপতি ও মিজানপুর ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি আঃ ছাত্তার জোয়াদ্দারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

  রাজবাড়ী সদর উপজেলার জাতীয় পার্টির সভাপতি রতন সরকারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুর রহমান খান মোমিন, জেলা শ্রমিক পার্টির সভাপতি আক্কাস আলী বাবু, এছাড়াও সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল মোতালেব প্রামানিক, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও আঃ ছাত্তার জোয়াদ্দারের বড় নাতি তালহা জোবায়ের বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট আব্দুল মান্নান। 

  আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সংলগ্ন মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস দোয়া মাহফিল পরিচালনা করেন।

  বক্তারা বলেন, আঃ ছাত্তার জোয়াদ্দারের হাত ধরে রাজবাড়ীর জাতীয় পার্টি অনেক দূর এগিয়ে গেছে। আমরা চেষ্টা করবো তিনি যেভাবে সংগঠনের জন্য কাজ করেছে আমরাও সেই ভাবে দলের জন্য কাজ করে জাতীয় পার্টিকে এগিয়ে নিবো। 

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ