ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
মেজবাহ-উল করিম রিন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অপরাজিতা বিজয়ী
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-০৮-২১ ১৫:৫৭:৪১
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ২১শে আগস্ট বিকেলে মেজবাহ-উল করিম রিন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী অপরাজিতা দলের হাতে ট্রফি তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে মেজবাহ-উল করিম রিন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ২১শে আগস্ট বিকেলে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষ্ণচূড়া বনাম অপরাজিতা এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে অপরাজিতা ১-০ গোলে  কৃষ্ণচূড়াকে পরাজিত করে।

  অপরাজিতার দলের অধিনায়ক সাজিনের একমাত্র গোলে কৃষ্ণচূড়াকে ১-০ গোলে হারিয়ে মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ট্রফি জয় লাভ করে।  

  খো শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। 

  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসানসহ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ। 

  উল্লেখ্য, গত ২০শে আগস্ট সকাল সাড়ে ৬টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন রাজবাড়ীর পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। ৬টি দল টুর্ণামেন্টে অংশ নেয়।

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ