ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশা উপজেলার পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৮-২২ ১৪:৪৩:১৫

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজন গতকাল ২২শে আগস্ট দুপুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, মৎস্য অধিদপ্তরাধীন ২০২১-২০২২ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় পাংশা উপজেলার সরকারী খাস/প্রাতিষ্ঠানিক জলাশয়, বর্ষা প্লাবিত ধান ক্ষেত ও প্লাবনভূমিতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সে আলোকে রবিবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী। 

  এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস ও রোকেয়া বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসসহ মৎস্য দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ