ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীর ফল বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ॥ দোকানীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-২২ ১৪:৪৪:৪২
পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত রাজবাড়ী শহরের ফল বাজারের ৪টি দোকানে অভিযান পরিচালনা করে ২ শত ৩০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ ও ২৯ হাজার টাকা জরিমানা করেছে -মাতৃকণ্ঠ।

পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের ফল বাজারে ৪টি দোকানে অভিযান পরিচালনা করে ২ শত ৩০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ ও ২৯ হাজার টাকা জরিমানা করেছে।

  গতকাল ২২শে আগস্ট দুপুরে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস।

  ফরিদপুর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ বলেন, রাজবাড়ী শহরের বিনোদপুরস্থ ফল বাজার এলাকায় ৪টি দোকানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে থেকে ২ শত ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এর মধ্যে বিনোদপুর এলাকার ভাই ভাই স্টোরে অভিযান চালিয়ে ১৫০ কেজি পলিথিন জব্দ ও দোকানের মালিক পরিতোশ দত্তকে ২৫ হাজার টাকা জরিমানা, সৌরভ স্টোরে অভিযান চালিয়ে ২হাজার টাকা জরিমানা ও ৬০ কেজি পলিথিন জব্দ, মনোরঞ্জন সাহা স্টোরে অভিযান চালিয়ে ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ১হাজার টাকা জরিমানা এবং রুদ্র এন্ড ব্রাদার্স এর দোকানে ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করার জন্য দোকানদারদের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ