ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
ফরিদপুরে এসডিসি’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২১-০৮-২৪ ১৪:২৩:৫৩
সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি’র উদ্যোগে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদীতে গতকাল ২৪শে আগস্ট জাতায় শোক দিবস পালিত হয়েছে -মাতৃকণ্ঠ।

সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি’র উদ্যোগে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদীতে গতকাল ২৪শে আগস্ট জাতায় শোক দিবস পালিত হয়েছে। 

  এ উপলক্ষে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ।

  আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান মোল্লা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মজিবর ও পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাসসহ প্রমুখ। 

  আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়। এরপর কাদিরদী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ