রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ছোট বাগমারা এলাকায় সাগর ডাউল মিলের সামনে বাসে তল্লাসী চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আলম শেখ (৪৫)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
গতকাল ২৫শে আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলম শেখ রাজবাড় জেলার পাংশা উপজেলার হাজরাপাড়া গ্রামের মোকাই শেখ ওরফে মুসলেম শেখের ছেলে।
রাজবাড়ী ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু ফকীর ও মিলন চন্দ্র বর্মনের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ছোট বাগমারা এলাকায় সাগর ডাউলের মিলের সামনে নিউ রাজন বাসে তল্লাসী চালিয়ে যাত্রী আলম শেখের দু-পায়ের মাঝখানে রাখা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগে মধ্যে থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।