জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড রাজবাড়ী শাখার উদ্যোগে গতকাল ২৬শে আগস্ট সকালে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড রাজবাড়ী শাখার এফ এ ভিপি ও শাখা ব্যবস্থাপক মোঃ ইমরান হোসাইন, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড রাজবাড়ী শাখার এক্সিকিউটিভ অফিসার মোঃ ইয়াছিন মন্ডল প্রমুখ।