রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মাসিক সভা গতকাল ২৯শে আগস্ট দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের উপদেষ্টা ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাইমি মোঃ সায়েফ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ রবিকুল হাসান পিয়ালসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধির মানার সম্পর্কে গুরুত্ব দেন। তাছাড়াও করোনার ভ্যাকসিন সুষ্ঠুভাবে যাতে প্রত্যেকটি মানুষ পায় সেই ব্যাপারেও আলোচনা করা হয়। এছাড়াও সভায় সদর উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।