রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা (আবু) গতকাল ৩রা সেপ্টেম্বর বিকেলে প্রয়াত পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা’র কবর জিয়ারত করেছেন।
গতকাল শুক্রবার সকালে হাবাসপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে বিকেলে উপজেলার কলিমহর ইউপির সাঁজুরিয়া গ্রামে প্রয়াত ডাঃ পাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন তিনি।
এ সময় মরহুম ডাঃ এএফএম শফীউদ্দিন পাতার আত্মীয় মোঃ আলমগীর হোসেন ও মোস্তফা কামাল, পাংশা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ জহুরুল ইসলাম সবুজসহ হাবাসপুর ইউপির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাজুরিয়া পূর্বপাড়া মোল্লাবাড়ী জামে মসজিদের পেশ ইমাম হাফেহ মোঃ রাসেল মাহমুদ।
জানা যায়, হাবাসপুরের বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রাজ্জাকের জ্যেষ্ঠ পুত্র ও হাবাসপুর ইউপি আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা আবু গতকাল শুক্রবার হাবাসপুর ইউপিতে নির্বাচনী গণসংযোগ করেন।
তিনি মোটর সাইকেলের একটি বহর নিয়ে হাবাসপুর ইউপিতে নির্বাচনী গণসংযোগ ও শোডাউন করেন। গণসংযোগ শেষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রয়াত ডাঃ এএফএম শফীউদ্দিন পাতার কবর জিয়ারত করেন তিনি।
প্রসঙ্গত ঃ পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা গত ৩রা আগস্ট করোনার চিকিৎসা শেষে ঢাকায় আকস্মিক ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। গতকাল শুক্রবার ছিল তার মৃত্যুর ১মাস পূর্তি। তার স্মরণে সমাধিতে শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন গোলাম মোস্তফা আবু।