ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী শহরের নান্নু টাওয়ারে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-০৯-০৭ ১৪:১৭:১০
রাজবাড়ী শহরের পান্না চত্ত্বরের নান্নু টাওয়ারের দ্বিতীয় তলায় গতকাল ৭ই সেপ্টেম্বর সকালে ফিতা কেটে এবি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেন রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী শহরের পান্না চত্ত্বরের নান্নু টাওয়ারের দ্বিতীয় তলায় গতকাল ৭ই সেপ্টেম্বর সকালে এবি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়।

  প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী। 

  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডন্ট(ম্যানেজার) সালেক সাব্বির আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত এবং রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক।

  প্রধান অতিথির বক্তব্যে কাজী ইরাদত আলী বলেন, দেশের উন্নয়নের সাথে সাথে ব্যাংকিং সেবার উন্নতি হয়েছে। মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে যাচ্ছে। একসময় রাজবাড়ীতে মাত্র কয়েকটি ব্যাংকের শাখা ছিল। এখন অনেকগুলো হয়েছে। ব্যাংক শুধু বাণিজ্যিক বা লাভজনব প্রতিষ্ঠানই নয়, সেবামূলক প্রতিষ্ঠান। আশা করি, আজ এবি ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হচ্ছে তার মাধ্যমে রাজবাড়ীবাসী উপকৃত হবে এবং সেবা পাবে। 

  অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জাবিউল্লাহ খান জাবের বলেন, রাজবাড়ীবাসীর নিকট আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এবি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখাটি কাজ করে যাবে।

  পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু জয়। এবি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার পক্ষ থেকে অতিথিদেরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করার পাশাপাশি তাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ