ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৩জনের জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৬-১৯ ০৫:৫৩:৫৯
বালিয়াকান্দি উপজেলার বেরুলী বাজার ও সোনাপুর বাজারে গতকাল ১৮ই জুন স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা এবং মাস্ক না পরার দায়ে ২জন ব্যবসায়ী ও ১জন পথচারীসহ ৩জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা এবং মাস্ক না পরার দায়ে ২জন ব্যবসায়ী ও ১জন পথচারীসহ ৩জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ১৮ই জুন দুপুরে সেনা সদস্যদের সহযোগিতায় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম আবু দারদা নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ও সোনাপুর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
  এ সময় স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনার দায়ে ২জন ব্যবসায়ীকে এবং মাস্ক না পরে বাজারে ঘুরাফেরার দায়ে ১জন পথচারীকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৭ হাজার ৪৫০টাকা জরিমানা করা হয়।
  এ ব্যাপারে সহকারী কমিশনার(ভূমি) এস. এম আবু দারদা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা করা হবে। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ