ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ী জেলায় নবনির্মিত ১৮টি ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন আজ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-০৭ ১৪:২২:৩৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৮ই সেপ্টেম্বর ভার্চুয়ালি সারা দেশে নবনির্মিত শহর ও ইউনিয়ন ভূমি অফিসসমূহ উদ্বোধন করবেন। এর মধ্যে রাজবাড়ী জেলায় নবনির্মিত ১৮টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে -মাতৃকণ্ঠ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৮ই সেপ্টেম্বর ভার্চুয়ালি সারা দেশে নবনির্মিত শহর ও ইউনিয়ন ভূমি অফিসসমূহ উদ্বোধন করবেন।

  এর মধ্যে রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় নবনির্মিত ১৮টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। রাজবাড়ী এলজিইডি এবং গণপূর্ত বিভাগ এগুলোর নির্মাণ কাজ বাস্তবায়ন করে। এরমধ্যে ১৭টি ভূমি অফিস ইতিমধ্যে জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।  

  রাজবাড়ী এলজিইডি কর্তৃক ৯টি ইউনিয়ন ভূমি নির্মাণ করা হয়। এরমধ্যে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ও মূলঘর, কালুখালী উপজেলার মদাপুর ও মাঝবাড়ী, গোয়ালন্দ উপজেলার উজানচর, পাংশা উপজেলার মৌরাট ও যশাই এবং বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ও জামালপুর ইউনিয়ন ভূমি অফিস। 

  রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস জানান, ‘সমগ্র দেশে শহর ও  ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প’ এর আওতায় ৪ কোটি ৪০ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে জেলার ৯টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হয়েছে।

  রাজবাড়ী গণপূর্ত বিভাগ কর্তৃক নির্মিত ৯টি ভূমি অফিসের মধ্যে রয়েছে- রাজবাড়ী সদর উপজেলার ভূমি অফিস, আলীপুর ইউনিয়ন ভূমি অফিস ও রামকান্তপুর ইউনিয়ন ভূমি অফিস, পাংশা উপজেলায় পাংশা পৌর ভূমি অফিস ও হাবাসপুর ইউনিয়ন ভূমি অফিস, বালিয়াকান্দি উপজেলায় বালিয়াকান্দি ইউনিয়ন ভূমি অফিস ও নবাবপুর ইউনিয়ন ভূমি অফিস, গোয়ালন্দে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন ভূমি অফিস ও দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস। এর মধ্যে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজ চলমান রয়েছে।

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ