ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
অবশেষে রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-১০ ১৪:১৬:০৭

ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানসহ রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় বিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে কমিটি গঠন এবং ডিজি’র প্রতিনিধিকে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ না করার জন্য নির্দেশনার প্রেক্ষিতে অবশেষে ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
  কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ বোর্ডের সভাপতি ও গভর্ণিং বডি’র বিদ্যোৎসাহী সদস্য এডঃ ইমদাদুল হক বিশ্বাসের নির্দেশে এই নিয়োগ পরীক্ষা(আজ ১১ই সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য) স্থগিত করা হয়েছে বলে কলেজের নিয়োগকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতিয়ার রহমান জানিয়েছেন।
  গতকাল ১০ই সেপ্টেম্বর রাতে তিনি মাতৃকণ্ঠকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর পাশাপাশি নিয়োগ বোর্ডে মাউশি’র ডিজি’র প্রতিনিধিকে(রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ) নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ না করতে বলা হয়েছে। একজন সদস্য অনুপস্থিত থাকলেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়, যদিও তা কিছুটা প্রশ্নবিদ্ধ হয়। এ অবস্থায় প্রশ্নবিদ্ধতা এড়াতে নিয়োগ বোর্ডের সভাপতি পরীক্ষা স্থগিত করেছেন। মাউশি’র তদন্ত শেষে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 
  উল্লেখ্য, ডাঃ আবুল হোসেন কলেজের নিয়োগকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক চৌধুরী আহসানুল করিমের আবেদনের প্রেক্ষিতে গত ৮ই সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেসরকারী কলেজ শাখার সহকারী পরিচালক মোঃ আবদুল কাদেরের স্বাক্ষরিত ২টি পত্রে (স্মারক নং-৩৭.০২.০০০০.১০৫.১২.০০৮.২০.৫০২ ও ৩৭.০২.০০০০.১০৫.১২.০০৮.২০.৫০৫) দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন ও ডিজি’র প্রতিনিধিকে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ না করতে নির্দেশ দেয়া হয়। 
  এছাড়াও এই নিয়োগ পরীক্ষা স্থগিত করার জন্য গত ৯ই সেপ্টেম্বর কলেজের এমপিওভুক্ত প্রভাষক খন্দকার ফারুক আহমেদ রাজবাড়ী জজ কোর্টের আইনজীবী বাসুদেব প্রামানিকের মাধ্যমে গভর্ণিং বডি’র সভাপতি (জেলা পরিষদের চেয়ারম্যান) ফকীর আব্দুল জব্বার, নিয়োগ বোর্ডের সভাপতি ও গভর্নিং বডি’র বিদ্যোৎসাহী সদস্য(সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান) এডঃ ইমদাদুল হক বিশ্বাস, নিয়োগ বোর্ডের সদস্য এটিএম রফিক উদ্দিন এবং কলেজের নিয়োগকালীন ভারপ্রাপ্ত অধক্ষ ও নিয়োগ বোর্ডের সদস্য সচিব মোঃ আতিয়ার রহমানকে লিগ্যাল নোটিশ প্রদান করেছে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ