ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে নতুন আরো ৭জনের করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-১১ ১৭:১৭:৫৫

রাজবাড়ী জেলায় নতুন করে আরো ৭জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

  গতকাল ১১ই সেপ্টেম্বর রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরপর মধ্যে ৭জনের করোনা পজেটিভ। তারমধ্যে সদর উপজেলার ৫জন ও গোয়ালন্দ উপজেলার ২জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

  উল্লেখ্য, গত ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত এ জেলাতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪ শত ১৬ জন । তার মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ১ শত ১৬ জন। মৃত্যু হয়েছে ৮১ জনের।

  করোনা শুরু থেকে এ পর্যন্ত ৩৯ হাজার ৪ শত ৮৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে আরটি পিসিআরের নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২ শত ৮১ জনের। আর র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১২ হাজার ২ শত ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১০ হাজার ৪ শত ১৬ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ২ শত ৮ জন। হাসপাতালে ভর্তি আছে ১৩ জন।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ