ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পাংশার লস্করপাড়া গ্রামে দু’দফা গোলযোগ॥বাড়িতে হামলা॥উভয় পক্ষের ৫জন আহত
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৯-১২ ১৪:২৫:৪৩
পাংশার লস্করপাড়া গ্রামে গতকাল রবিবার গোলযোগে হামলায় আহত সেলিম ও ক্ষতিগ্রস্ত বাড়ির একাংশ -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশার মৈশালা বাসস্ট্যান্ডের অদূরে বড়গাছি খাদ নামক বিলে মাছ ছাড়া নিয়ে স্থানীয় দুই গ্রুপের লোকজনের বিরোধের জেরে গতকাল ১২ই সেপ্টেম্বর দু’দফা গোলযোগ হয়। 
  দ্বিতীয় দফায় গোলোযোগের সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মামুন মন্ডলের বাড়িতে হামলা চালায়। শনিবার সকাল ১০টা ও দুপুর দেড়টার সময় দু’দফায় গোলযোগে লস্করপাড়া গ্রামের হাশেম আলীর ছেলে সেলিম(৩৫), একই গ্রামের মৃত হুরমত আলীর ছেলে মামুন মন্ডল(৪০), মানা মন্ডলের ছেলে মুন্নাফ মন্ডল(৩০), রঘুনাথপুর গ্রামের জাকির সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার(২৭) ও একই গ্রামের সালাম সরদারের ছেলে শরিফ সরদার(৪০) আহত হয়েছে। আহতদের মধ্যে সেলিম, জাহাঙ্গীর, শরিফ ও মুন্নাফ পাংশা হাসপাতালে ভর্তি হয়েছে।
  জানা যায়, পাংশার মৈশালা বাসস্ট্যান্ডের অদূরে বড়গাছি ব্রিজের পাশে বিলে মামুন মন্ডল গত ১০/১১ বছর লোকজনের জমি লিজ নিয়ে মাছ চাষ করছে। এ বছর পাট জাগ দেওয়ার সময় রঘুনাথপুর গ্রামের ওবায়দুল ও  রেজাউল মন্ডল গংরা কয়েকজনের জমি লিজ নিয়ে সেখানে মাছ ছাড়ে। এ নিয়ে উভয় গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলছে। বিরোধের জের ধরে রবিবার সকাল ১০টার দিকে ১ম দফা ও দুপুর দেড়টার দিকে দ্বিতীয় দফা গোলযোগ হয়। 
  খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোলোযেগের বিষয় নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ উঠেছে।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ