ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী জেলা যুবলীগের কমিটিতে স্বাধীনতা বিরোধীদের স্থান হবে না--এমপি নিক্সন
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২১-০৯-১৩ ১৫:০১:৩৯
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন গতকাল ১৩ই সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় পথসভায় বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, দ্রুত সময়ের মধ্যেই রাজবাড়ী জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হবে। সেই কমিটিতে স্বাধীনতা বিরোধীদের কোন স্থান হবে না। 
  গতকাল ১৩ই সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় পথসভায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। 
  পথসভায় ফরিদপুরের আলোচিত রাজনীতিক মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আরো বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি থেকেই রাজবাড়ী জেলা যুবলীগের কমিটি করা হবে। কমিটিতে কোন অনুপ্রবেশকারী জামাত-শিবির, বিএনপি, রাজাকারের বংশধর থাকবে না। সবাই একত্রে থাকবেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার, গরীব মানুষের মুখে হাসি ফোটানোর কাজে সচেষ্ট থাকবেন। ইনশাআল্লাহ্ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে আমরা রাজবাড়ী জেলাকে যুবলীগের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করবো।
  রাজবাড়ী জেলা যুবলীগের পদ প্রত্যাশী জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আল মাসুদ, পাংশা উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক ফরহাদ, যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দিন বিশ্বাসসহ যুবলীগ ও ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী মোটর সাইকেলের র‌্যালীসহ পথসভায় অংশগ্রহণ করেন।  

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ