ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
রাজবাড়ীতে পিসিআরে ৮২ নমুনা পরীক্ষায় ৯জন করোনা পজিটিভ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-১৪ ১৫:০৯:৩৮

রাজবাড়ী জেলায় করোনার সংক্রমণ কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন ৯জনের করোনা শনাক্ত হয়েছে।   

  গতকাল ১৪ই সেপ্টেম্বর রাতে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, গত ১১ই সেপ্টেম্বর  আরটি পিসিআরের মাধ্যমে পরীক্ষার জন্য ৮২ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। আজ পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ৮ জন রাজবাড়ী সদর উপজেলার এবং ১জন গোয়ালন্দ উপজেলার। এর পাশাপাশি আরও ৪৩ জনের র‌্যাপিড অ্যান্টিজেন্ট পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। কিন্তু তাদের কারো করোনা শনাক্ত হয়নি। 

  উল্লেখ্য, গত ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত (গতকাল ১৪ই সেপ্টেম্বর) মোট ১০ হাজার ৪৪২ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে ১০ হাজার ১৭৪ জন জন সুস্থ হয়েছেন এবং ৮১ জনের মৃত্যু হয়েছে।   

  অপরদিকে করোনার শুরু থেকে এ পর্যন্ত জেলার ৩৯ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আরটি পিসিআরের মাধ্যমে ২৭ হাজার ৫২০ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১২ হাজার ২৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। বর্তমানে করোনায় আক্রান্ত ১৮৫ জন হোম আইসোলেশনে এবং ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রাজবাড়ীর অন্তার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে ডিপ্লোমা শিক্ষার্থীর মৃত্যু
রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
সোনার মানুষ গড়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করতে হবে--সাবেক গভর্ণর ড. আতিউর রহমান
সর্বশেষ সংবাদ