ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
রাজবাড়ীর আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক নিতিশ ভৌমিকের স্মরণ সভা
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৯-১৬ ১৫:৫৫:২৯
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর আয়োজনে গতকাল ১৬ই সেপ্টেম্বর বিকালে সদর উপজেলার বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবি নিতিশ কুমার ভৌমিকের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর আয়োজনে সংগঠনের অর্থ সম্পাদক ও সদর উপজেলার বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবি নিতিশ কুমার ভৌমিকের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ১৬ই সেপ্টেম্বর বিকালে রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই স্মরণ সভার আয়োজন করা হয়। 

  স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। 

  মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি সালাম তাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলমের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে সংগঠনের উপদেষ্টা ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস, প্রয়াত নিতিশ কুমার ভৌমিকের সহধর্মিনী গীতালী রাণী জোয়ার্দ্দার, অন্যান্যের মধ্যে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আসিফ মাহমুদ, সহ-সভাপতি আহসান হাবিব, শাহ মুজতবা রশীদ আল কামাল, মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সাহেদ আলী বিশ্বাস, সাহিত্য সম্পাদক ইউসুফ বাশার আকাশ, কার্যনির্বাহী সদস্য রঞ্জু আহম্মেদ, মৃণাল কান্তি, মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ প্রয়াত নিতিশ কুমার ভৌমিককে শ্রদ্ধার সাথে স্মরণ পূর্বক তার জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন। 

   উল্লেখ্য, বহু প্রতিভার অধিকারী শিক্ষক, লেখক, হোমিও চিকিৎসক, ক্রীড়াবিদ, স্কাউটস লিডার ও সংস্কৃতিমনা নিতিশ কুমার ভৌমিক ২০২১ সালের ১০ই আগস্ট মৃত্যুবরণ করেন।

স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ