ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
পাংশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৯-১৬ ১৫:৫৭:৫৭
পাংশায় গতকাল বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল পাট বীজ ও সার বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৬ই সেপ্টেম্বর ক্ষুদ্র ও প্রান্তিক ৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। 
  ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পাট বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।
  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
  জানা যায়, প্রত্যেক কৃষকের মাঝে বিনামূল্যে ৫শত গ্রাম পাট বীজ, ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পাংশা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।

 

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ